ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৭৮

বিএসআরএফ নির্বাচন

তপন সভাপতি শামীম সম্পাদক নির্বাচিত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ১৬ জুন ২০১৯  

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নির্বাচনে (২০১৯-২০২০)  দৈনিক জনকণ্ঠের তপন বিশ^াস সভাপতি, বিডিনিউজ২৪.কমের শামীম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তপন বিশ^াস পেয়েছেন- ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক সমকালের ফসিহউদ্দিন মাহাতাব পেয়েছেন- ৫০ ভোট।  জিটিভির সাজু রহমান ৫৬ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক নয়া দিগন্তের আমানুর রহমান পেয়েছেন- ৫৪ ভোট।
 
সাধারণ সম্পাদক পদে বিডিনিউজ২৪.কমের শামীম আহমেদ পেয়েছেন- ৬১ ভোট। তারা প্রতিদ্বন্দ্বি বাংলাভিশনের মাহফুজুর রহমান পেয়েছেন- ৫০ ভোট। 

নির্বাচিত অন্যরা হচ্ছেন যুগ্ম সম্পাদক পদে আনিসুর রহমান তপন (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক : ইসমাঈল হোসেন (বাংলানিউজ), অর্থ সম্পাদক : মাসউদুল হক (ইউএনবি), দফতর সম্পাদক : মাসুদ রানা (জাগোনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক : হাবিবুর রহমান (দৈনিক ইনকিলাব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক : নিয়ামুল আজিজ সাদেক (এসএটিভি) (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
 
নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হচ্ছেন- আকতার হোসাইন (দৈনিক ভারের ডাক) শফিউল্লাহ সুমন (বিটিভি), মেহ্দী আজাদ মাসুম (দৈনিক জাগরণ), মোরসালিন বাবলা (চ্যানেল আই), ঝর্ণা রায় (দেশটিভি), মুন্না রায়হান (দৈনিক ইত্তেফাক), এস এম আব্বাস (বাংলাট্রিবিউন) ও নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টোয়েন্টিফোর)।
সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের ১১৪ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর